Thursday, October 10, 2019

Breif History of Bangladesh Pesapallo(Finish Baseball)

পেসাপালো (Pesäpallo ) খেলার বিবর্তনঃ
বেসবলের আদলে বল ব্যাটের খেলা পেসাপালো, শব্দটি ফিনিশ উচ্চরন থেকে এসেছে মূলত এটি ফিনিশ বেসবল যা বর্তমানে পেসিস নামে নামকরণ হয় ১৯২০খ্রিঃ লৌরি "তাহকো" পিকালা খেলাটির আবিষ্কারক এবং ফিনল্যান্ডের জাতীয় খেলা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে    
পেসাপালো খেলাটি এশিয়া মহাদেশে নতুন হলেও ইউরোপ আমেরিকা এর অধিক জনপ্রিয়তা প্রচার প্রসার রয়েছে,প্রচলিত দেশগুলোর মধ্যে জার্মান,সুইডেন,সুইজারলেন্ড,অস্ট্রলিয়া,আর্জেন্টিনা,  কানাডা,জাপান,চায়না উত্তর আমেরিকায় এর ব্যাপক প্রচলন রয়েছে
দর্শকের মনোপযোগী আধুনিক খেলার উপর ভিত্তি করে খেলোয়াড়দের দলীয় কাজ,দক্ষতা সমন্বয়,দ্রুত কলাকৌশল পরিবর্তন পেসাপালোকে অনন্য সাফল্য এনে দেয়,তাই দিন দিন মানুষের কাছে পেসাপালো খেলা জনপ্রিয়তা মধ্যে উত্থিত হচ্ছে  
  
১৯৫২খ্রিঃ আন্তর্জাতিক সামার অলিম্পিকে অলিম্পিক ডেমেস্ট্রেশন খেলা হিসেবে স্বীকৃত পায় এবং প্রতি বছর আন্তর্জাতিক পেসাপালো ফেডারেশনের অধীনে সুপার পেসিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের পেশাদার খেলোয়াড়রা ক্লাব থেকে অংশগ্রহণ করেন দুই বছর পর পর নাগাত ওয়ার্ল্ডকাপ আয়োজন করে থাকে প্রতিযোগিতা সাধারণত পুরুষ,মহিলা এবং মিক্সড তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে তাছাড়া পেসিস টুর্নামেন্ট বয়সভিত্তিক জুনিয়ার স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়  পর্যায় ওয়ার্ল্ডকাপ হয়ে থাকে তাই ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে পেসাপালো খেলার মাধ্যমে স্কলারশিপ প্রথা চালু আছে
পেসাপালো খেলাটি বেসবলের মত দেখতে হলেও নিয়মগুলো সহজ আর ধরণে রয়েছে ভিন্নতা যা খুব সহজেই আয়ত্ত করা যায় অফেন্স  ব্যাটিং দলে ১২ জন ফিল্ডিং দলে জন খেলোয়াড় থাকে ,অফেন্স দল সাধারণত ব্যাটিং পরে রান করে বেস দখল বা স্কোর করার চেষ্টা করে,অপরদিকে ডিফেন্স দল রানার বেসে পৌঁছানোর পূর্বে প্রতিরোধ গরে আউট করার চেষ্টায় থাকে
রানার বাধা ছাড়া বেস কমপ্লিট করতে পারলে স্কোর সম্পন্ন হয়,আর ফিল্ডার ফিল্ডিং করা বল রানার পৌঁছানোর পূর্বে বেসে প্রেরণ করলে আউট হয়
বেসবলের সাথে পেসাপালোর গুরুত্বপূর্ণ প্রধান পার্থক্য হল উলম্ব ‘’পিচিং(বলিং)’’ পিচার ব্যাটারের সামনে থেকে পিচিং প্লেটের উপর টার্গেট করে নিচ হতে উপরের দিকে উলম্ব করে বল নিক্ষেপ করে,ফলে ব্যাটার খুব সহজেই দিক  শক্তি নিয়ান্ত্রন করে বল আঘাত করতে পারে এই আক্রমণাত্মক খেলা বেসবল চেয়ে অনেক বেশি ভিন্ন গতি এবং কৌশলগত মাত্রা দেয়
ফিল্ডিং দলকে প্রতিরক্ষামূলক পরিকল্পনা এবং প্রত্যাশার সাথে ব্যাটসম্যানের পছন্দগুলি প্রতিহত করতে বাধ্য করা হয় তখন খেলা একটি মানসিক চ্যালেঞ্জ হয়ে ওঠে
  
      

বাংলাদেশ পেসাপালো কার্যবিবরণীঃ
মূলত গত বছরের জুলাই মাস থেকে বাংলাদেশে পেসাপালো খেলাটির কার্যক্রম ভালোভাবে শুরু হয় ১৯/০৭/১৮ তারিখে সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পেসাপালো এসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় এসোসিয়েশনের সহ সভাপতি জনাব এবিএম মাসুদ হোসেন সভার সভাপতিত্ব করেন সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য জনাব ডাঃনাজিমউদ্দিন আহমেদ সহসভাপতি,জনাব জাহিদ হাসান,জনাব সরোয়ার রাকিব,জনাব রায়হান ফকির,জনাব তানবির,যুগ্ম সম্পাদক আজম আলি খান,কোষাধ্যক্ষ জনাব আমিনুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের  
সভার আলোচ্যসূচী ছিল নির্বাহী সদস্যদের পরিচিতি,পেসাপালোর বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ,গঠনতন্ত্র মূলনীতি নির্ধারণ এবং এশিয়ান পেসাপালো ফেডারেশনের প্রেসিডেন্ট বাংলাদেশে আগমন নিয়ে আলোচনা সিদ্ধান্ত,বিবিধ     
আন্তর্জাতিক পেসাপালো কমিনিউটি এবং এশিয়ান পেসাপালো ফেডারেশনের প্রস্তাবে বাংলাদেশ পেসাপালো এসোসিয়েশনের আয়োজনের ভিত্তিতে গত বছরের ২০/০৭/২০১৮ থেকে ২২/০৭/২০১৮ পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়াম হল মাঠে ৭০ জন খেলোয়াড় এবং কোচ নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করে    
প্রশিক্ষণটি সম্পূর্ণ বিদেশী প্রশিক্ষক এশিয়ান পেসাপালো ফেডারেশনের প্রেসিডেন্ট Mr.Chetan  M.Pagawad  উপস্থিত থেকে সম্পন্ন করেন ক্যাম্পের প্রধান আহ্বায়ক ছিলেন ইন্টারন্যাশনাল পেসাপালো কমিউনিটির প্রেসিডেন্ট Mr. Jussi Pyssalo ফিনল্যান্ড সর্বশেষে বাংলাদেশে পেসাপালো এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবিএম মাসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  টিমগুলোর মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ ক্যাম্পটির সমাপ্ত করেন
 এর পর থেকে বাংলাদেশে পেসাপালো এসোসিয়েশন টিম তৈরি করার লক্ষে বিভিন্ন দলের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে, ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার দল ধারবাহিক প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে
বাংলাদেশের সর্বত্র পেসাপালো খেলার ডেভেলপ,প্রচার প্রসার সহজ অগ্রগতির উদ্দেশ্যে এশিয়ান পেসাপালো ফেডারেশন গত বছরের ০১/১১/২০১৮ তারিখে বাংলাদেশে পেসাপালো এসোসিয়েশনকে এশিয়ান পেসাপালো ফেডারেশনের অন্তর্ভুক্ত করে এফিলিয়েশন প্রদান করেন
গত ১৫ জানুয়ারি ২০১৯ নেপালে অনুষ্ঠিত জাতীয় পেসাপালো প্রতিযোগিতা এবং ইন্টারন্যাশনাল পেসাপালো কমিউনিটির মিটিং আমন্ত্রণে বাংলাদেশ থেকে বাংলাদেশ পেসাপালো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব তালহা জুবায়ের অংশ নেন তাছাড়া ফিনল্যান্ড থেকে ইন্টারন্যাশনাল পেসাপালো কমিউনিটির প্রেসিডেন্ট Mr. Jussi Pyssalo, প্রধান প্রশিক্ষক Juha Antikainen ,ফিনল্যান্ডের রাষ্ট্রদূত এবং এশিয়ান পেসাপালো ফেডারেশনের প্রেসিডেন্টসহ এতে নেপাল পেসাপালো ফেডারেশনের সদস্যগণ উপস্থিত ছিলেন  
উক্ত সভায় পেসাপালো খেলা এশিয়াতে ডেভেলপ,বাংলাদেশে জাতীয় প্রতিযোগিতা প্রশিক্ষণের জন্য সারঞ্জম দিয়ে সহযোগিতা এবং মে মাসে এশিয়ান পেসাপালো চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আয়োজন,এবং বাংলাদেশে ভিজিট, জুলাই মাসে সুপার পেসিস অনূর্ধ্ব ১৬ ফিনল্যান্ডে এবং নবেম্বরে ইন্ডিয়াতে পেসাপালো ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণের ব্যাপারে উক্ত সমন্বিত সভায় আলোচ্য বিষয় সমূহের উপর গুরুত্বারোপ করা হয়
সর্বশেষ গত ৩০/০১/১৯ তারিখ বিকাল ৪ঘটিকায় রাজারবাগ টেলিকম ভবনে বাংলাদেশ পেসাপালো এসোসিয়েশনের সভাপতি ডিআইজি জনাব মোঃনজরুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সভা অনুষ্ঠিত হয়  
সভার সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ১৪থেকে ১৫তারিখ কোচ এবং আম্পায়ারদের প্রশিক্ষণের ব্যাবস্থা করা হবে পাশাপাশি বিভিন্ন জেলাতে এই প্রশিক্ষণ কর্মসূচি চলবেমার্চ মাসে ‘’প্রথম জাতীয় পুরুষ মহিলা পেসাপালো চ্যাম্পিয়নশিপ ২০১৯’’,এবং এশিয়ান পেসাপালো কমিউনিটি মিটিং,মে মাসে এশিয়ান পেসাপালো চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আয়োজন,এবং বাংলাদেশে ভিজিট, জুলাই মাসে সুপার পেসিস অনূর্ধ্ব ১৬ ফিনল্যান্ডে এবং নবেম্বরে ইন্ডিয়াতে পেসাপালো ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণের আলোচ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা সিদ্ধান্ত হয়     
সভায় সভাপতি ছাড়াও উপিস্থিত ছিলেন নির্বাহী সদস্য সহ-সভাপতি জনাবা তৌহিদা নুপুর এবং জনাব বীর মুক্তিযোদ্ধা ডা.নাজিমুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক জনাব তালহা জুবায়ের,যুগ্ম সম্পাদক আজম খান এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য জনাব মুনওয়ার আলম নির্ঝর, জনাব সারোয়ার রাকিব, জনাব মোঃ রফিক,জনাব সিরাজুল ইসলাম,জনাব সাইফুর রহমানসহ অনেকে 


   


   
            

No comments:

Post a Comment